Wellcome to National Portal

আপনাকে স্বাগতম বেলাব উপজেলার তথ্য বাতায়নে

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক কর্মসূচি

 

বেলাব উপজেলা পরিষদের মে/১৪ মাসের মাসিক সভার কার্যবিবরনীঃ-

 

সভার সভাপতি         : জনাব মোহাম্মদ আহসান হাবিব বিপ্লব

                              : চেয়ারম্যান উপজেলা পরিষদ বেলাব, নরসিংদী।

স্থান                        : উপজেলা পরিষদ সভাকক্ষ

তারিখ                     : ২৭/০৫/২০১৪ খ্রিঃ।

সময়                       : সকাল ১১.০০ ঘটিকায়্।

 

উপস্থিত সদস্যবৃন্দের নামের তালিকা পরিশিষ্ট ’ক’ সদয় দ্রষ্টব্য।

 

        সভার প্রারম্ভে সভাপতি সকলকে শুভেচ্ছা জানিয়ে সভার কাজ আরম্ভ করেন। অত:পর আজকের সভা পরিচালনা করার জন্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ নাসির উদ্দিনকে অনুরোধ করেন। নির্বাহী অফিসার প্রথমে গত সভার কার্যবিবরনী পাঠ করে শুনান। পাঠান্তে কোন প্রকার সংশোধনী না থাকায় সভার কার্যবিবরনী সর্ব সম্মতিক্রমে অনুমোদিত হয়।

       বিভাগীয় আলাচনাঃ-

আলোচ্য সূচি-১।

উপজেলা স্বাস্থ্য বিভাগঃ- উপজেলা স্বাস্থ্য ও পরিঃ পরিঃ কর্মকর্তা জানান যে, তাঁর বিভাগীয় কার্যক্রম ভালভাবে চলছে। তেমন কোন সমস্যা নেই।

সিদ্ধান্তঃ- কার্যক্রম আরো জোরদার করণসহ যথাযথভাবে পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বাস্তবায়নেঃ- উপজেলা স্বাস্থ্য ও পরিঃ পরিঃ কর্মকর্তা বেলাব, নরসিংদী।

আলোচ্য সূচি-২।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরঃ- উপজেলা কৃষি অফিসার সভায় জুন/১৪ মাসের কৃষি বিভাগের কর্যক্রম উপস্থাপন করেন।

      ১.   সার ও বীজ সরবরাহঃ

সার ও বীজ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক।

 

প্রতি কেজি সারের সরকার নির্ধারিত  খুচরা মূল্য নিম্নরুপঃ-

ক।     সারের নাম            খুচরা মূল্য (প্রতি কেজি)                                     

ইউরিয়া                ২০/=                                                    

টিএসপি               ২২

এমওপি                ১৫/=                                                    

ডিএপি                 ২৭/=                                                    

জিপসাম               ১০/=                                                     

জিংক সালফেট       ১৫০/=                                                    

                                                                                                                                                

উক্ত তালিকা প্রত্যেক বিসিআইসি ও খুচরা সার ডিলারের দোকানে লাল কাপড়ে টানানো হয়েছে। বর্তমান মাসে সার সরবরাহের পরিমান নিম্নে দেওয়া হলোঃ-

           সারের নাম                       বরাদ্ধ                         স্থিতি

             ইউরিয়া                          ৭৭                             ৫৬

            টিএসপি                          ৪০                            ৫০

            এমওপি                           ৫৪                            ৫২

            ডিএপি                            ৪১                            ৭২

            জিপসাম                          ২৩                            ---

            জিংক সারফেট                   ০১                             --

খ। খরিপ-২ মৌসুম (রোপা আমন)

রোপা আমনের মৌসুম আসন্ন। বেলাব উপজেলা অন্তগর্ত বীজ ডিলারদের গুদামে বিএডিসি কর্তৃক বরাদ্ধকৃত আমন বীজ সংরক্ষিত আছে। কৃষকদের চাহিদা মাফিক আমন বীজ সরবরাহ করার জন্য উপজেলা কৃষি অফিসার, বেলাব মহোদয় সকল কৃষকদের অনুরোধ জ্ঞাপন করেন।

২ রপ্তানী যোগ্য লেবু ও সবজী উৎপাদন কর্মসূচিঃ-

এ বছর বেলাব উপজেলায় রপ্তানী যোগ্য লেবু ও সবজী উৎপাদনে বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ কর্মসূচির প্রদান কাজ হলো প্রদর্শনী স্থাপন ও কৃষক প্রশিক্ষণ। নিম্নে তথ্যাদি প্রদত্ত হলোঃ-

প্রদর্শনীর ধরন                                 বরাদ্ধ                              অর্জি

১। পুরাতন লেবু বাগান ব্যবস্থাপনা              ৮০                                 ৮০

২। নতুন লেবু বাগান স্থাপন                       ৯০                                  ৯০

৩। সবজী উৎপাদন                                 ৬০                                 

৪। প্রশিক্ষন ব্যাচ                                    ৬০                                   ৬০

(প্রতি ব্যাচে ৩০ জনকরে)                       ০৮                                  ০৮

 

 

৩। বেলাব উপজেলা কৃষি উৎপাদনে উদ্বত উপজেলা হিসেবে পরিচিত। এখানকার উৎপাদিত লেবু, সবজী,কাঠাল ও লটকন সহ অন্যান্য চাহিদা মিটিয়ে বিদেশে ও রপ্তানী হয়ে থাকে। জুন/১৪ মাসে এ পর্যন্ত ৩,৭৩৫ কেজি লেবু উপজেলা কৃষি অফিসের তত্বাবধানে ইউরোপীয় ইউনিয়নে রপ্তানী হয়েছে। লেবু জাতীয় ফল ও সবজী রপ্তানী বিশেষ কর্মসূচির আওতায় কৃষকদের প্রশিক্ষন ও বাগান সৃজন কার্যক্রম চলছে।

৪। রবি/১৪ ইং মৌসুমে বোরো আবাদ ও কর্তন পরিস্থিতিঃ-

        আবাদের লক্ষ্যমাত্রা  (হেঃ)                       অর্জিত (হেঃ)                     উৎপাদন (চাউলে) মেঃ টান

     হাইব্রিড    উফশী   স্থানীয়   মোট       হাইব্রিড  উফশী   স্থানীয়  মোট       হাইব্রিড   উফশী   স্থানীয়    মোট  

       ৫০      ৫৪৯৮    ৩০     ৫৫৭৮     ২৫      ৫৪০৮    ৩০    ৫৫৫১     ১৩৬     ২৩৮৫০   ৫২     ২৪৯৩৮

 

সিদ্ধান্তঃ- কার্যক্রম আরো সুষ্ঠুভাবে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

বাস্তবায়নেঃ- উপজেলা কৃষি কর্মকর্তা বেলাব, নরসিংদী।

আলোচ্য সূচি-৩।

উপজেলা প্রকৌশল বিভাগঃ- উপজেলা প্রকৌশলী জানান যে, এডিপির গৃহীত প্রকল্পগুলো যথাযথভাবে সম্পন্ন হয়েছে। তাছাড়া বিভাগীয় কাজ ভালভাবে চলছে তেমন কোন সমস্যা নেই।

সিদ্ধান্তঃ- কার্যক্রম যথাযথভাবে পর্যবেক্ষনের সিদ্ধান্ত গৃহীত হয়।

বাস্তবায়নেঃ- উপজেলা প্রকৌশলী, বেলাব, নরসিংদী।

আলোচ্য সূচি-৪।

উপজেলা মৎস্য অফিসঃ- উপজেলা মৎস্য অফিসার জানান যে, উপজেলার বিভিন্ন হাটে- বাজারে মাছে ফরমালিন ব্যবহার না করার ব্যাপারে সচেতনতা সৃষ্টি ও পরামর্শ অব্যহত রয়েছে। পিরানহা মাছ বিক্রি বন্ধের লক্ষে হাটে-বাজারে পরিদর্শন ও প্রচারনা অব্যহত রয়েছে। জাটকা মাছ বিক্রি বন্ধের লক্ষে উপজেলার বিভিন্ন হাটে-বাজারে প্রচারনা অভিযান অব্যহত আছে। এনএটিপির আওতাভুক্ত সিআইজি মৎস্য চাষীদের প্রশিক্ষন কার্যক্রম অব্যহত আছে।

সিদ্ধান্তঃ- কার্যক্রম যথাযথভাবে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

বাস্তবায়নেঃ- উপজেলা মৎস্য অফিসার, বেলাব, নরসিংদী।

আলোচ্য সূচি-৫।

উপজেলা প্রানিসম্পদ বিভাগঃ- উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা জানান যে, তার বিভাগের কার্যক্রম ভালভাবে চলছে তেমন কোন সমস্যা নেই।

সিদ্ধান্তঃ- কার্যক্রম যথাযথভাবে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

বাস্তবায়নেঃ- উপজেলা প্রানিসম্পদ অফিসার, বেলাব, নরসিংদী।

আলোচ্য সূচি-৬।

উপজেলা শিক্ষা অফিসঃ- উপজেলা শিক্ষা অফিসার জনাব এ.এন.এম মাহবুব আলম জানান যে, অত্র উপজেলায় প্রাথমিক শিক্ষার কার্যক্রম ভালভাবে চলছে। প্রাথমিক বিদ্যালয় সমূহের প্রথম সময়িক পরীক্ষা সমাপ্ত হয়েছে। প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তির টাকা ০৯ জুলাই/১৪ থেকে শুরু হবে। বিতরন প্রক্রিয়া সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরো জনান চরছায়েট পশ্চিম ও বিন্নাবাইদ সঃ প্রাঃ বিদ্যালয়ের জমিদাতা নিয়াগের জন্য প্রধান শিক্ষক কর্তৃক একটি তালিকা উপস্থপান করেন । উক্ত তালিকা থেকে জনাব মোঃ আউয়াল মিয়া ও জনাব মোঃ আদিলুজ্জামান ভূইয়াঁকে জমিদাতা সদস্য হিসেবে সর্বসম্মতিক্রমে মনোনীত করা হয়।

সিদ্ধান্তঃ- কার্যক্রম যথাযথভাবে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

বাস্তবায়নেঃ- উপজেলা শিক্ষা অফিসার বেলাব, নরসিংদী। 

আলোচ্য সূচি-৭।

উপজেলা সমাজ সেবা অফিসঃ- উপজেলা সমাজসেবা অফিসার জানান যে,উপজেলা পর্যায়ে প্রতিবন্ধী জরিপ কার্যক্রম ভালভাবে চলছে। তার অফিসের দরজা মেরামত সহ কিছু সংস্কার কাজ করা হয়েছে। তাতে ২০,০০০/=(বিশ হাজার টাকা) খরচ করা হয়েছে। এই খরচ অনুমোদনের প্রস্তাব করেন।  উক্ত জরিপ কাজে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সিদ্ধান্তঃ- কার্যক্রম ভালভাবে চালিয়ে যাওয়ার ও প্রস্তাবমতে খরচ উপজেলা পরিষদ থেকে প্রদানের  সিদ্ধান্ত গৃহীত হয়।

বাস্তবায়নেঃ- উপজেলা সমাজ সেবা অফিসার, বেলাব, নরসিংদী।

আলোচ্য সূচি-৮।

উপজেলা মহিলা বিষয়ক অফিসঃ- উপজেলা মহিলা বিষয়ক অফিসার জানান যে, তার বিভাগীয় কাজকর্ম ভালভাবেই চলছে। তাঁর অফিসের দরজা মেরামত সহ কিছু সংস্কার কাজ করা হয়েছে। তাতে ২০,০০০/= (বিশ হাজার টাকা খরচ করা হয়েছে। এই খরচ অনুমোদনের প্রস্তাব করেন।

সিদ্ধান্তঃ- কার্যক্রম যথাযথভাবে চালিয়ে যাওয়ার ও প্রস্তাব মতে খরচ উপজেলা পরিষদ থেকে প্রদানের  সিদ্ধান্ত গৃহীত হয়।

বাস্তবায়নেঃ- উপজেলা মহিলা বিষয়ক অফিসার বেলাব, নরসিংদী।

আলোচ্য সূচি-৯।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসঃ- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান যে ,কিছু দিনের মধ্যেই স্নাতক পর্যায়ে উপবৃত্তি প্রদান কার্যক্রম শুরু হবে। এছাড়া বিভাগের কার্যক্রম ভালভাবে চলছে।

সিদ্ধান্তঃ- কার্যক্রম ভালভাবে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

বাস্তবায়নেঃ- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বেলাব, নরসিংদী।

আলোচ্য সূচি-১০।

উপজেলা খাদ্য বিভাগঃ- উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান যে, তার বিভাগের কার্যক্রম ভালভাবে চলছে তেমন কোন সমস্যা নেই।

সিদ্ধান্তঃ- কার্যক্রম ভালভাবে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

বাস্তবায়নেঃ- উপজেলা খাদ্য নিয়ন্ত্রক,  বেলাব, নরসিংদী।

আলোচ্য সূচি-১১।

উপজেলা পরিঃ পরিঃ বিভাগঃ- উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তার বিভাগের কার্যপত্র সভায় উপস্থাপন করেন। উপজেলা পর্যায়ে ১২০০৭ টি খাবার বড়ি,১৪৯৮৪টি কনডম, ইনজেকটেবল (১৩৯৪ টি ভায়াল, ১৫২১ টি সিরিঞ্জ),৩৬ টি আইইউডি।

সিদ্ধান্তঃ- কার্যক্রম ভালভাবে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

বাস্তবায়নেঃ- উপজেলা পরিঃ পরিঃ অফিসার, বেলাব, নরসিংদী।

আলোচ্য সূচি-১২।

উপজেলা পরিসংখ্যান বিভাগঃ- উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জানান যে, অর্থতৈক শুমারীর এডিটিং ও কোডিং এর কাজ যথাযথভাবে চলছে্ । বিভাগীয় অন্যান্য কাজকর্ম ভালভাবে চলছে। তেমন কোন সমস্যা নেই।

সিদ্ধান্তঃ- কার্যক্রম ভালভাবে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। 

বাস্তবায়নেঃ- উপজেলা পরিসংখ্যান অফিসার, বেলাব, নরসিংদী।

আলোচ্য সূচি-১৩।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরঃ- জনস্বাস্থ্য প্রকৌশলী জানান যে, তার বিভাগের কার্যক্রম ভালভাবে চলছে তেমন কোন সমস্যা নেই।

 সিদ্ধান্তঃ- কার্যক্রম ভালভাবে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

বাস্তবায়নেঃ- উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী, বেলাব, নরসিংদী।

আলোচ্য সূচি-১৪।

উপজেলা সমবায় অফিসঃ- উপজেলা সমবায় অফিসার জানান এ উপজেলায় সমবায় কার্যক্রম খুব ধীরগতি সম্পন্ন। আগ্রহী  সমবায়ীদের অভাব রয়েছে। বিভাগের কার্যক্রম ভালভাবে চালিয়ে যাচ্ছেন।

সিদ্ধান্তঃ- কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বাস্তবায়নেঃ- উপজেলা সমবায় অফিসার বেলাব, নরসিংদী।

আলোচ্য সূচি-১৫।

উপজেলা যুব উন্নয়ন অফিসঃ- উপজেলা যুব উন্নয়ন অফিসার জানান যে, তার বিভাগের কাজকর্ম ভালভাবে চলছে। চলতি যুব ঋন আদায়ের হার ১০০%।  ক্রমপুজ্ঞিভূত ঋণ আদায়ের হার ৮১%।

সিদ্ধান্তঃ- মাঠ পর্যায়ে কাজ ভালভাবে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

বাস্তবায়নেঃ- উপজেলা যুব উন্নয়ন অফিসার বেলাব, নরসিংদী।

আলোচ্য সূচি-১৬।

উপজেলা ত্রাণ অধিদপ্তরঃ- উপজেলা ত্রাণ অধিদপ্তরের সহকারী জানান যে, ইজিপিপি, টিআর,কাবিখার কাজ ভালভাবে সম্পন্ন হয়েছে। তেমন কোন সমস্যা নেই।

সিদ্ধান্তঃ- কার্যক্রম আরো জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বাস্তবায়নেঃ- উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার, বেলাব, নরসিংদী।

আলোচ্য সূচি-১৭।

উপজেলা বিআরডিবি অফিসঃ- উপজেলা বিআরডিবি অফিসার জানান যে, তার বিভাগের কাজকর্ম ভালভাবে চলছে। তেমন কোন সমস্যা নেই।

সিদ্ধান্তঃ- কার্যক্রম ভলভাবে পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বাস্তবায়নেঃ- উপজেলা বিআরডিবি অফিসার, বেলাব, নরসিংদী।

আলোচ্য সূচি-১৮।

উপজেলা আনসার ভিডিপি অফিসঃ- উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জানান যে,উপজেলা আনসার অফিসের কার্যক্রম ভালভাবেই চলছে। বিশেষ কোন সমস্যা নেই।

সিদ্ধান্তঃ- কার্যক্রম ভলভাবে পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বাস্তবায়নেঃ- উপজেলা আনসার ভিডিপি অফিসার, বেলাব, নরসিংদী।

আলোচ্য সূচি-১৯।

উপজেলা বন বিভাগঃ- উপজেলা বন কর্মকর্তা জানান যে, সামনের মাসে জেলা পর্যায়ে বৃক্ষ মেলা শুরু হবে। মেলায় অংশ গ্রহনের জন্য ফলজ ও বনজ বৃক্ষের চারা বাছাই কাজ চলছে। বিভাগের অন্যান্য কার্যক্রমভালভাবে চলছে।

সিদ্ধান্তঃ- কার্যক্রম ভলভাবে পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বাস্তবায়নেঃ- উপজেলা ফরেষ্টার, বেলাব, নরসিংদী।

আলোচ্য সূচি-২০।

উপজেলা রিাসোর্স সেণ্টারঃ- উপজেলা রিসোর্স অফিসার জানান যে, তার বিভাগের কার্যক্রম বালভাবে চলছে তেমন কোন সমস্যা নেই।

সিদ্ধান্তঃ- কার্যক্রম ভলভাবে পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বাস্তবায়নেঃ- উপজেলা রিসোর্স অফিসার বেলাব, নরসিংদী।

আলোচ্য সূচি-২১।

উপজেলা ইসলামিক ফাউন্ডেশনঃ- উপজেলা ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা জানান যে, তার বিভাগের কাজকর্ম ভালভাবে চলছে। তেমন কোন সমস্যা নেই।

সিদ্ধান্তঃ- ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম ভলভাবে পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বাস্তবায়নেঃ- উপজেলা ইসলামিক ফাউন্ডেশন, বেলাব, নরসিংদী।

আলোচ্য সূচি-২২।

বিবিধ আলোচনা ঃ- ১। উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়ের সি.এ উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়ের জুন/১৪ মাসের ভ্রমন বিল বাবদ ১১,২৫০/=, ভাইস চেয়ারম্যান মহোদয়ের জুন/১৪ মাসের ভ্রমন বিল বাবদ - ৮,৫০০/=, এবং মহিলা ভাইস চেয়ারম্যান মহোদয়ের জুন/১৪ মসের ভ্রমন বিল-৮,৫০০/=  সভায় অনুমোদনের জন্য দাখিল করেন।

সিদ্ধান্তঃ- উপস্থাপিত জুন/১৪ মাসের ভ্রমন বিল আলোচনা সাপেক্ষে সর্ব সম্মতিক্রমে অনুমোদনের জন্য গৃহীত হয়।

উপজেলা প্রকৌশলী  উপজেলা পরিষদ সভাকক্ষের সংস্কারের জন্য নিম্নলিখিত প্রকল্প উপস্থাপন করেন।

২। উপজেলা পরিষদ ভবনের পিছনের টয়লেট ট্যাংকি-০১ টি, পলাশ ও চামেলী বিল্ডিং এর ০২ টি টয়লেট ট্যাংকি সহ পলাশ ও চামেলী বিল্ডিং এর নিচতলা মেরামত।

     (৩) ক। উপজেলা পরিষদ সভাকক্ষেও ওয়াল সংস্কার ও ফ্লোর এর টাইলৃস ফিটিং,

          খ। রং করণ ও ফার্নিসার সরবরাহ,

         গ। থ্যাই গ্লাস ও গ্রিল সরবরাহ ও জানালা সংস্কার,

          ঘ। বৈদ্যুতিক মেরামত।

সিদ্ধান্ত:- উক্ত প্রকল্পগুলো সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য গৃহীত হয়।

          পরিশেষে সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি মহোদয় সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।                                                                                       

 

মো: আহসান হাবিব বিল্পব

সভাপতি ও চেয়ারম্যান

উপজেলা পরিষদ, বেলাব,নরসিংদী।

স্মারক নং ০৫.৩০.৬৮০৭.০০২.০২.১১৪.২০১০-২০৬(     )                       তারিখঃ

 

অনুলিপিঃ সদয় অবগতি ও কার্যার্থে প্রেরণ করা হলোঃ

১। মন্ত্রী পরিষদ সচিব, মন্ত্রী পরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

২। সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

৩। জেলা প্রশাসক, নরসিংদী।

৪। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বেলাব, নরসিংদী।

৫। ভাইস চেয়ারম্যান/মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বেলাব, নরসিংদী।

৬। ৬-৩০(উপজেলা ........................................................... অফিসার, বেলাব, নরসিংদী।

৭। ৩১-৩৮( চেয়ারম্যান ........................................ইউনিয়ন পরিষদ, বেলাব, নরসিংদী।

 

                                                                                                       

                                                                                                    উপজেলা নির্বাহী অফিসার

                                                                                                       বেলাব, নরসিংদী।