Wellcome to National Portal

আপনাকে স্বাগতম বেলাব উপজেলার তথ্য বাতায়নে

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
বেলাবো বাজার কেন্দ্রীয় জামে মসজিদ
Details

বেলাব বাজার কেন্দ্রিয় জামে মসজিদ:  বেলাব বাজার কেন্দ্রিয় জামে মসজিদটি প্রায় ৩০০(তিনশত)বৎসর পূর্বে প্রতিষ্ঠিত হয়। এ মসজিদটির প্রথম প্রতিষ্ঠাতা ও জমিদাতা হল জনাব মাহমদ ব্যাপারী, সাং বীরবাঘবের। মসজিদটি যখন প্রথম নির্মিত হয়, তখনই এই মসজিদটি অত্র এলাকার অন্য মসজিদ থেকে ভিন্ন কাঠামো। এই মসজিদটি প্রথম নির্মাণের সময় এর সাতটি গুম্বুজ ছিল। লোক মূখে শোনা যায় এই মসজিদের ভিতরে (প্রতিষ্ঠালগ্নের) অলৌকিকভাবে বা গায়েবীভাবে কুরআন তেলওয়াত শোনা যেত। ফলে এই মসজিদটি ফজিলতের মসজিদ হিসেবে পরিচিতি লাভ করে। মসজিদটি প্রতিষ্ঠালগ্ন থেকেই জুম্মার নামাজে প্রচুর লোক হতো। যা মসজিদের ধারণ ক্ষমতার বাইরে চলে যেত। দিন দিন মুসল্লিদের সংখ্যা আরো বৃদ্ধি পেতে থাকে। মসজিদটি জুম্মার মুসল্লিদের কথা বিবেচনা করে নরসিংদী জেলার বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাদির মোল্লা, চেয়ারম্যান, থার্মেক্স গ্রুপ, নরসিংদী কর্তৃৃক বর্তমান অবকাঠামোটি নির্মিত হয়। মসজিদটির ধারণ ক্ষমতা ৮০০০/-(আট হাজার) জন হলেও পবিত্র রমজান মাসে জুমাতুল বিদার জুম্মার নামাজে প্রায় ২০-২২হাজার মুসল্লি হয়। এই উপজেলার বাহিরে ও পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলা ও ঢাকাসহ বিভিন্ন এলাকা হতে এই মসজিদে জুম্মার নামাজে মুসুল্লি আসে। বর্তমান কাঠামোতে মসজিটির ধারণ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি এর নির্মাণ শৈলী সকলকে মুগ্ধ করে। এই মসজিদটি বর্তমানে বেলাব  উপজেলার একটি দর্শনীয় স্থান।