হোসেন আলী কলেজ, বেলাব, নরসিংদী। দুটি ৩তলা ভবন, একটি টিন সেট ঘর রয়েছে। কলেজের পরিবেশ মনোরম।
বেলাব যখন উপজেলা হলেন তখন বেলাব বড় বাড়ি গ্রামের হোসেন আলী নামে একটি ব্যক্তি দেশের জন্য , দেশের ছাত্র-ছাত্রীর জন্য একটি কলেজ প্রতিষ্ঠার জন্য জমি দান করেন।
সভাপতি নামঃ মোঃ নূরুল মজিদ হুমায়ুন
২০০৯ সালে পাশের হার= ৮৩
২০১০ সালে পাশের হার= ৯৩
২০১১ সালে পাশের হার= ৯৬%
২০১২ সালে পাশের হার= ৮৮%
২০১৩ সালে পাশের হার= ৯৫%
আমাদের ভবিষৎ পরিকল্পনা হল অতি তারাতারী ডিগ্রি কলেজে রূপান্তরিত করা।
ঢাকা হতে ঢাকা-সিলেট মহাসড়ক ধরেবাস,মাইক্রোবাস, কারযোগে নরসিংদী হয়ে মরজালা/বারৈচা বাস স্টেশন নেমে, সিএনজি দিয়ে বেলাব সিএনজি সশন নেমে রিক্স বা হেটে হোসেন আলী কলেজে আসা যায়।
বাস যোগে গুলিস্থান,সায়দাবাদ,যাত্রাবাড়ি,বিভিন্ন বাস স্টেশন থেকে নরসিংদী হয়ে মরজালা/বারৈচা বাস স্টেশন নেমে, সিএনজি দিয়ে বেলাব সিএনজি সশন নেমে রিক্স বা হেটে হোসেন আলী কলেজে আসা যায়।
সৃজনসৃশীল মেধা অন্বেষনে বেলাবঃ- ১ম- তানজিন আনজুম
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস