নরসিংদী জেলা প্রশাসন আয়োজিত ৩(তিন) দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৬-এর সমাপনী অনুষ্ঠান ২৭ জানুয়ারী ২০১৬ বুধবার মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী জনাব নজরুল ইসলাম (বীর প্রতীক) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সানগ্রহ সম্মতি জ্ঞাপন করেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব আবু হেনা মোরশেদ জামান, জেলা প্রশাসক, নরসিংদী।
জেলা প্রশাসন, নরসিংদী আয়োজিত মেলার সমাপনী অনুষ্ঠানসহ সকল কর্মসূচীতে আপনি সবান্ধব আমন্ত্রিত।
এবারের মেলায় যা থাকছে।
ডিজিটাল কুইজ প্রতিযোগিতা (স্কুল ও কলেজ পর্যায়), সেমিনার-“ডিজিটাল সেন্টার)সহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় থাকবে নবধারা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস