Wellcome to National Portal

আপনাকে স্বাগতম বেলাব উপজেলার তথ্য বাতায়নে

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বেলাব উপজেলার পটভূমি

বেলাব উপজেলাটি ১৯৮২ সনের পূর্বে পার্শ্ববর্তী উপজেলা মনোহরদী ও রায়পুরার সাথে একিভূত ছিল। তৎকালীন সরকারের প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ফলে  মনোহরদী উপজেলা  হতে পাটুলী, বিন্নাবাইদ, বাজনাব, বেলাব ও আমলা ইউনিয়ন এবং রায়পুরা উপজেলা হতে নারায়নপুর ও সল্লাবাদ ইউনিয়নকে নিয়ে, মোট ৮টি ইউনিয়নের পূর্ণাঙ্গ একটি উপজেলা গঠন করা হয়। যারনামকরণ করা হয় বেলাব উপজেলা।

ভৌগলিকসীমানাঃ- উওরে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি, পূর্বে কুলিয়ারচর ও ভৈরব, দক্ষিণে নরসিংদী জেলার রায়পুরা, পশ্চিমে মনোহরদী এবং শিবপুর উপজেলা।

আয়তনঃ-১১৭.৬৬বর্গকিলোমিটার।